সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধ নয়, পৃথিবীর সব দেশের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে চায় বাংলাদেশ। আজ বুধবার সকালে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ২০১৭-২০১৮ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এবছর সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ-ডিএসসিএসসি ২০১৭-২০১৮ কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর ১৩৬ জন, বাংলাদেশ নৌ ও বিমানবাহিনীর ৬২ জন অফিসারসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা মোট ২৬৬ জন সশস্ত্রবাহিনীর অফিসার এই কোর্স সম্পন্ন করেছেন।

মিরপুর সেনানিবাসের শেখ হাসিনা কমপ্লেক্স-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাদের হাতে সনদ তুলে দেন।

সনদ বিতরণ শেষে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্রবাহিনী এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তাই এই বাহিনীর সদস্যদের আধুনিক প্রশিক্ষণ প্রশিক্ষিত করা হচ্ছে। এদেশের সশস্ত্রবাহিনী এখন যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত।

এসময় ডিএসসিএসসি কোর্স ২০১৭-১৮ এ উত্তীর্ণ অফিসারদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

যমুনা অনলাইন: এএস/

 

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply