লাদাখ সীমান্তে হঠাৎ বিপদে চীনা সেনারা

|

ছবি: সংগৃহীত

সরতে না চাইলেও বন্যার কারণে এবার চীনকে গালওয়ান নদীর ধার থেকে সেনা সরাতে হচ্ছে। ভারতের সঙ্গে দফায় দফায় বৈঠক এবং সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েও গালওয়ান সংঘর্ষের কেন্দ্রবিন্দু থেকে একচুলও নড়েনি চীন। খবর জিনিউজের।

প্যাংগং শো, গোগরা, হট স্ক্রিং-সহ গলওয়ান নদীর ধার দিয়ে এখনও বহু সেনা মোতায়েন করে রেখেছে পিপলস লিবারেশন আর্মি।

জি নিউজ জানিয়েছে, খানিকটা প্রত্যাশিতভাবেই গালওয়ান নদীতে এখন বন্যা দেখা দিয়েছে। এরইমধ্যে সেখানে অবস্থিত চীনের সেনা ছাউনিগুলো ভেসে যাওয়ার উপক্রম হয়েছে। বাধ্য হয়ে চীন তাদের সেনাদের সেই সংঘর্ষের কেন্দ্রবিন্দু থেকে পিছিয়ে নিচ্ছে বলে জানা গেছে।

খবরে বলা হয়েছে, সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে ৫ কিলোমিটার দূরে গালওয়ান নদীর তীরে বহু চীনা সেনা মোতায়েন আছে। কিন্তু গত কয়েকদিনে গালওয়ান নদীর পানি হু হু করে বাড়ছে। আসলে আকসাই চীন থেকে উৎপন্ন এ নদীটি বরফগলা পানিতে পুষ্ট। আর এই সময় তাপমাত্রা হঠাৎ করে অনেকটা বেড়ে যাওয়ায় বরফ গলছে দ্রুত। এর মধ্যেই কয়েকটি চীনা সেনা ছাউনি ভেসে গেছে।

এদিকে, ভারতীয় এক সেনা কর্মকর্তার দাবি, চীন ইতোমধ্যেই গালওয়ানের তীর থেকে সেনা সরাতে শুরু করেছে। যত দিন যাবে, পরিস্থিতি আরও বিপজ্জনক হবে। আপাতত প্রকৃতির এই মার সামলাতেই নাজেহাল চীনা বাহিনী।

ইউএইস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply