লিভারপুল জিতলেও হারের লজ্জা এড়াতে পারেনি ম্যান সিটি

|

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরেছে চ্যাম্পিয়ন লিভারপুল। তবে হারের লজ্জা পেয়েছে দুই নম্বর দল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে অলরেডরা ২-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। আর সিটিকে ১-০ গোলে পরাস্থ করেছে সাউদাম্পটন।

৩০ বছর পর ইংলিশ লিগের শিরোপা নিশ্চিত হবার পরে প্রতিদ্বন্দ্বী ম্যানসিটির কাছে বিদ্ধস্ত হয়েছিলো লিভারপুল। ঘরের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচেও প্রথমার্ধে প্রত্যাশিত সাফল্য পায়নি অলরেডরা। তবে ৭১ মিনিটে ক্লপের দল প্রথম লিড পায়। নাভি কেইটার অ্যাসিস্ট থেকে স্কোর শিটে নাম তোলেন সাদিও মানে। ম্যাচ শেষ হবার অন্তিম মুহুর্তে আরও এক গোল পায় লিভারপুল। এবার মোহাম্মদ সালাহ’র অ্যাসিস্টে গোল করেন তরুন ইংলিশ মিডফিল্ডার কার্টিস জোন্স। তাতেই ২-০র জয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ডের চ্যাম্পিয়নরা।

অপর ম্যাচে, সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে ম্যানসিটি। ৪০ গজ দুর থেকে তরুণ ইংলিশ স্ট্রাইকার চে অ্যাডামসের দুর্দান্ত গোলে লিড নেয় সাউদাম্পটন। এরপর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে সিটিজেনরা। কিন্তু গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন হেসুস, ডেভিড সিলভা, ফর্নান্দিনিয়োরা। ম্যাচে ১০টি শট অফ টার্গেটে ছিলো তাদের। তবে যে ছয়টি শট লক্ষে আঘাত করেছে সেখানে বাঁধার দেয়াল হয়ে ছিলো সাউদাম্পটন কিপার ম্যাকাফি। তাতেই মৌসুমের ১০ম ম্যাচ হারের লজ্জা পায় গার্দিওলার দল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply