গাজীপুরে ভুয়া মেজর আটক

|

গাজীপুরে ভুয়া মেজর আটক

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কোনাবাড়ীতে ভুয়া পরিচয় দেয়া মেজর আপন চৌধুরীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে কোনাবাড়ীর হরিণা চালা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক আবু সাইদ জানান, বিভিন্ন সময় আপন নিজেকে সেনাবাহিনীর (ডিজিএফআই) হেডকোয়ার্টারের মেজর মাসুম পরিচয় দিয়ে এলাকার সাধারণ জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকদের বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন। লোকজন দীর্ঘদিন তাকে সেনাবাহিনীর মেজর বলে জানতো।

এদিকে প্রতারণার বিষয় জানাজানি হলে কোনাবাড়ী থানায় অভিযোগ করেন স্থানীয়রা। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ভুয়া মেজর আপন ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুর যাদুরচর গ্রামের মজিবুর রহমানের ছেলে। সে হরিণা চালায় বাসা ভাড়া নিয়ে থাকতো।

গ্রেফতারের সময় তার কাছে প্রতারণার ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply