করোনায় উপনির্বাচন কতটা যৌক্তিক সে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে: তথ্যমন্ত্রী

|

ফাইল ছবি।

করোনা মহামারির সময় উপনির্বাচন কতটা যৌক্তিক তার সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার সচিবালয়ে এক ব্রিফিং তিনি এ কথা বলেন। ড. হাছান মাহমুদ আরো বলেন, যশোর ও বগুড়ায় করোনা পরিস্থিতির সাথে ঢাকার পরিস্থিতির পার্থক্য আছে। পরিস্থিতি বিবেচনা করে ইসি সিদ্ধান্ত নিবে। এক্ষেত্রে সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, তবে করোনা নিয়ে মানুষ কিছুটা উদ্বিগ্ন।

তথ্যমন্ত্রী আরো বলেন, করোনা নিয়ন্ত্রনে সরকারের চেষ্টার কমতি নেই। সরকার প্রথম থেকেই এক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি বলেন, কোন হাসপাতাল থেকে রোগী ফেরত যাওয়া অন্যায়। যে রোগী যাক তাকে চিকিৎসা দিতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply