শেষ পর্যন্ত টিকে থাকল ব্রেমেন

|

অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ হেইডেনহ্যামের মাঠে গোল করে ৪০ বছর পর রেলিগেশন এড়ালো ওয়েডার ব্রেমেন।

প্রথম ম্যাচ গোলশূন্য ড্র থাকায় দুই দলের সামনেই সুযোগ ছিলো বুন্দেসলিগায় টিকে থাকার। যেখানে ম্যাচের ৩ মিনিটে আত্মঘাতি গোল করে বসে স্বাগতিকরা। গোটা ম্যাচ ১-০ স্কোর লাইন নিয়ে এগুলেও ৮৫ মিনিটের পর ৩টি গোল দেখতে পায় দর্শকরা। ক্লাইনডিন্সটের গোলে ম্যাচে সমতা ফেরায় হেইডেনহ্যাম। তবে নিজেদের মাঠে গোল খেয়ে বসায় লিগে টিকে থাকার জন্য তা পর্যাপ্ত ছিলো না।

ম্যাচের ইনজুরি সময়ে অগস্টিনসনের গোলে লিগে নিজেদের টিকে থাকা অনেকটাই নিশ্চিত করে ফেলে ব্রেমেন। ইনজুরি সময়ের শেষ মূহুর্তে ক্লাইনডিন্সটের পেনাল্টি গোলে ম্যাচ ২-২ সমতায় শেষ হলেও বুন্দেসলিগা থেকে নেমে যেতে হলো হেইডেনহ্যামকে। আর ১৯৮০ সালের পর অবনমন ঠেকিয়ে টানা ২য় বারের মত বুন্দেসলিগায় টিকে থাকলো ব্রেমেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply