চীনে চলছে ‘গাওকাও’ পরীক্ষা

|

চীনে চলছে দু’দিনব্যাপী বার্ষিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা গাওকাও। এতে অংশ নিয়েছে এক কোটি সাত লাখ শিক্ষার্থী। প্রতিবছর সাত ও আট জুন অনুষ্ঠিত হয় দেশটির শিক্ষার্থীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ পরীক্ষা।

কিন্তু, করোনা মহামারির কারণে এবার তা একমাস পেছালো। গেলো বছরের তুলনায় সাত হাজারের বেশি কেন্দ্রে এবার চার লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় বসেছেন। পরীক্ষা পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন সাড়ে নয় লাখ শিক্ষক।

শারিরীক দূরত্ব নিশ্চিতে প্রতি কক্ষে মাত্র ২০ জন শিক্ষার্থীর বসার ব্যবস্থা করা হয়েছে। চীনে ভালো বেতনের চাকরি পেতে এ গাওকাও পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply