ভারতে করোনার পরীক্ষামূলক ওষুধের কৃত্রিম সংকট তৈরি

|

ভারতে করোনার পরীক্ষামূলক ওষুধের কৃত্রিম সংকট তৈরি

ভারতে কোভিড-১৯ এর ওষুধ হিসেবে কালোবাজারে বেচাকেনা চলছে রেমডেসিভির ও টো-সিলি-জুমাবের। ফলে বাজারে পরীক্ষামূলক ওষুধ দু’টোর কৃত্রিম সংকট তৈরি হয়েছে, বেড়েছে অস্বাভাবিক দাম। বিবিসি’র অনুসন্ধানে বেরিয়ে এসেছে এ তথ্য।

জানা গেছে, প্রতি বোতল ওষুধের সরকার নির্ধারিত দাম ৫ হাজার ৪শ’ রুপি হলেও রোগীদের দিতে হচ্ছে ছয় থেকে আট গুণ দাম। ৩০ থেকে ৩৮ হাজার রুপি দিতে হচ্ছে একেকটি বোতলের জন্য। একেকজন রোগীর চিকিৎসায় পাঁচ থেকে ছয় বোতল ওষুধ লাগে।

এছাড়া গুরুতর অসুস্থ রোগীদের ওপর ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পাওয়ার পর থেকেই চাহিদা বাড়ে অ্যান্টিভাইরাল ওষুধ দু’টোর। তার ওপর ভারতে মজুদকৃত রেমডেসিভিরের প্রায় সবটাই যুক্তরাষ্ট্র কিনে নেয়ায় আরও বেড়েছে সংকট। এ অবস্থায় ফার্মেসিতে না পেয়ে ওষুধ পেতে দালাল ধরতে বাধ্য হচ্ছেন রোগীদের প্রাণ বাঁচাতে মরীয়া স্বজনরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply