রাখাইনে আবারও সেনা নির্যাতন বেড়েছে- দাবি অ্যামনেস্টির

|

চলতি বছর মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর নির্বিচার বিমান হামলায় শিশুসহ বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। গত মার্চ ও এপ্রিলে এসব হামলা চালানো হয় হয়। বুধবার মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বিমান থেকে বোমা ফেলা হয় রাখাইনের বেশ কয়েকটি গ্রামে। পুড়িয়ে দেয়া হয় বহু বাড়িঘর। এছাড়া, বহু রোহিঙ্গাদের আটক ও নির্যাতন করা হয় সেনা ক্যাম্পে। সেনা অভিযানের বেশ কিছু নতুন তথ্য প্রমাণ রয়েছে বলেও দাবি করা হয় ওই প্রতিবেদনে।

যুদ্ধাপরাধ বিবেচনায় এ ঘটনা তদন্তে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি। রাখাইনে রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় এরইমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা চলছে মিয়ানমারের বিরুদ্ধে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply