৭ বছর পর পশ্চিমা ফল অ্যাভোকাডো উৎপাদনে সফল বাংলাদেশ

|

পশ্চিমা ফল অ্যাভোকাডো। আমেরিকা, ম্যাক্সিকো ও ভিয়েতনামে প্রচুর পরিমাণে উৎপাদিত হয় এই ফল। আমদানি নির্ভর এ ফলের চারা ২০১৩ সালে মাগুরা হর্টিকালচার সেন্টারে লাগিয়ে বাণিজ্যিক চাষাবাদের জন্য গবেষণা শুরু হয়। দীর্ঘ চেষ্টার পর অবশেষে মাগুরাতে আবাদ করা গেছে অ্যাভোকাডো।

৭ বছর আগে লাগানো সেই গাছে এবার প্রচুর পরিমানে ফল ধরেছে। যার প্রতি কেজি ফলের মূল্য ১৪শত থেকে ১৫শত টাকা। পুষ্টিগুণ থাকায় এর চাহিদা বিশ্বজুড়ে। বিক্রিও হয় চড়া দামে।

এ ফল দেখতে পেঁপের মতো হলেও পুষ্টি গুণে ভরা থাকায় এর বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরেন উদ্ধ্যানতত্ববিদ। তাই দেশিয় চাষিদের মাঝে এই ফল ঘিরে আগ্রহ বাড়ছে। তাদের সহযোগীতার আশ্বাসও দিয়েছে স্থানীয় হর্টিকালচার সেন্টারও।

ইতোমধ্যে এ টাইপ এবং বি টাইপ দুটি মার্তৃ গাছ থেকে এ্যাভোকেডোর দুইশত পিচ কলম চারা সফল ভাবে উৎপাদন সম্ভব হয়েছে। এ ফলের পুষ্টিগুন, উচ্চ বাজার মূল্য এবং কম খরচে বেশি লাভজনক হওয়ায় কৃষকরাও বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদের জন্য আগ্রহ দেখাচ্ছেন বলে জানিয়েছেন মাগুরা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ববিদ ড. খান মুহাম্মদ মনিরুজ্জামান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply