সাহেদকে গ্রেফতারের বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

|

আত্মগোপনে থাকা রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ যেখানেই থাকুক না কেন পার পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সকালে গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেদকে আদালতে গিয়ে বক্তব্য দেয়ার পরামর্শ দেন। তিনি জানান, শাহেদ তাকে ফোন করে বলেছেন তার সব কিছু সিল করে দেয়া হচ্ছে। তাকে আদালতে গিয়ে নিজের বক্তব্য দেয়ার পরামর্শ দেন মন্ত্রী।

এর আগে সাহেদের মালিকানাধীন রিজেন্ট হাসপাতালের উত্তরা-মিরপুর শাখা এবং রিজেন্ট গ্রুপের হেড অফিসও সিলগালা করা হয়। ভূয়া করোনা রিপোর্টসহ নানা প্রতারণা ও অনিয়মের অভিযোগ তদের বিরুদ্ধে।

সাহেদের ফোন দেওয়ার বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমি ফোন দিয়ে তার হাসপাতালে রোগী ভর্তি করি। সেই সুবাদে আমাকে ফোন দিয়েছিলো।’

পরে সে বলেছিল—‘হাসপাতাল সিল করে দিচ্ছে।’ আমি বলেছি—আপনি নিশ্চয়ই কোনও অন্যায় কাজ করেছেন, এ জন্য সিল করছে। বিনা কারণে তো সিল করে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সে (সাহেদ) বললো, আমি তাহলে কী করবো? আমি বললাম, হয় আপনি ফেস করেন, আপনার যদি কিছু বলার থাকে কোর্টে যান। এটুকুই আমি বলেছি।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply