বিশ্বে টানা পঞ্চমদিনের মতো শনাক্ত হলো দু’লাখের বেশি করোনা রোগী

|

ইউরোপে দ্বিতীয় দফা মহামারির শঙ্কা

টানা পঞ্চমদিনের মতো, শনাক্ত হলো দু’লাখের বেশি করোনা রোগী। ২৪ ঘণ্টায় ভাইরাসটি কেড়ে নিয়েছে আরও সাড়ে পাঁচ হাজার প্রাণ। এ নিয়ে করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়ালো ৫ লাখ ৬৭ হাজার। আক্রান্ত ১ কোটি সাড়ে ২৮ লাখ মানুষ।

একদিনে ৭ শতাধিক মৃত্যুতে, যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ৩৭ হাজার। মোট সংক্রমণ শনাক্ত হয়েছে ৩৩ লাখ ৬০ হাজারের মতো।

শনিবারও দিনের সর্বোচ্চ মৃত্যু ছিল ব্রাজিলে, মারা গেছেন প্রায় ১ হাজার মানুষ। দেশটিতে মোট প্রাণহানি ৭১ হাজারের বেশি। আক্রান্ত সাড়ে ১৮ লাখ।

মেক্সিকোতে এ পর্যন্ত প্রাণ গেছে ৩৫ হাজার মানুষের। সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় ৩ লাখ। এদিন সাড়ে ৫শ’ মানুষ মারা গেছেন ভারতে, শনাক্ত হয়েছে রেকর্ড ২৮ হাজার সংক্রমণ। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ২২ হাজার ৬’শ, আক্রান্ত সাড়ে ৮ লাখের বেশি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply