করোনায় শিশুর প্রতি সহিংসতা বেড়েছে

|

করোনায় শিশুর প্রতি সহিংসতা বেড়েছে

করোনা পরিস্থিতে শিশুর প্রতি সহিংসতা ৩০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন। সকালে ভার্চুয়াল আলোচনায় এই তথ্য তুলে ধরে সংস্থাটি।

এ সময় আরো জানানো হয়, লকডাউনে বহুগুণে বেড়েছে মানুষের দারিদ্রতা। এই পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বাড়ার আশঙ্কা করেছে সংস্থাটি।

বলা হয়, করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের আয় কমে যাওয়ায় বাল্যবিবাহ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি দারিদ্রতার কারণে নারী নির্যাতনের হারও আগের থেকে বেড়েছে বলে জানানো হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাল্যবিবাহ বাড়ার কথা জানায় সংস্থাটি। গত দুইমাস ধরে সংস্থাটির পরিচালিত জরিপে এসব তথ্য উঠে আসে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply