বিয়ের প্রীতিভোজ বাতিল করে দরিদ্রদের কাপড়, খাবার, গাছ ও মাস্ক দিলেন নবদম্পতি

|

করোনার কারণে বিয়ের প্রীতিভোজ বাতিল করেন এক নবদম্পতি। আর সেই টাকা দিয়ে দরিদ্রদের গাছ, কাপড়, খাবার ও মাস্ক কিনে দেন। এ ঘটনা ভারতের পূর্ব বর্ধমানের ভাতার থানার বলগোনার। খবর নিউজ ১৮।

জানা যায়, পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের বলগোনার রেল স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা শেখ রাজু। শুক্রবার নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়ায় টুকটুকি বেগমের সঙ্গে তার বিয়ে হয়। শনিবার ছিল বউভাতের অনুষ্ঠান। কিন্তু করোনার কারণে আত্মীয় সমাগম করা যাবে না তাই বৌভাতের অনুষ্ঠান বাতিল করেন। তবে ভিন্নভাবে দিনটি স্মরণীয় করে রাখার পরিকল্পনা নেয় রাজু। ভোজের বদলে তিনি গরীব দুঃস্থদের কাপড়, খাবার, গাছ ও মাস্ক দেন তিনি।

রাজুর এই উদ্যোগে এলাকার মানুষ তার প্রশংসা করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply