কক্সবাজার ভ্রমণে অপেক্ষা আরও বাড়ল

|

করোনাভাইরাসের সংক্রমণ রোধে কক্সবাজারের পর্যটনকেন্দ্রগুলো কোরবানির ঈদ পর্যন্ত ভ্রমণ বন্ধ থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। প্রশাসনের এ সিদ্ধান্তের কারণে হোটেল-মোটেলসহ পর্যটনের সাথে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

শনিবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে কোভিড-১৯ মোকাবেলায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব ও কক্সবাজার জেলায় করোনা প্রতিরোধ কার্যক্রমের সমন্বয়ক হেলালুদ্দীন আহমদ।

সভায় কক্সবাজারের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নয়নে গৃহীত কয়েকটি পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য সমন্বিত ত্রাণ ব্যবস্থাপনা, কক্সবাজারে স্বাস্থ্যব্যবস্থা উন্নয়নে হাই ফ্লো নজেল ক্যানোলা বৃদ্ধি করা, রামু ও চকোরিয়া আইসোলেশন সেন্টারে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের অগ্রগতি, অক্সিজেন কনসেনট্রেটর, প্লাজমা ব্যাংক স্থাপন, উপজেলাপর্যায়ে স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন, ক্ষুদ্রপরিসরে লকডাউন বাস্তবায়ন, ঈদুল আজহা উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট ব্যবস্থাপনা এবং অনলাইন পশুর হাট নিয়ে বিস্তারিত আলোচনা ও বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply