চবির পাহাড়ি ঝর্ণায় ডুবে শিক্ষার্থীর মৃত্যু

|

চবি পাহাড়ি ঝর্ণায় ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি ঝর্ণায় ডুবে হাটহাজারী কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত সাইফুল ইসলাম মুন্না বিশ্ববিদ্যালয়ের পার্শবর্তী ফতেপুর ৫ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি ওই কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল ১০ টার দিকে ঝর্ণায় যুবক পড়ে গেছে- এমন খবর পায় প্রশাসন। পরে হাটহাজারী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। বেলা ১ টার দিকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে ডুবুরি দল।

চবি প্রক্টর ড. রবিউল হাসান ভুইয়া জানান, ‘ঝুঁকি বিবেচনায় প্রশাসন আগেই পাহাড়ি ঝর্ণাটিতে যাতায়াত নিষিদ্ধ করেছে। তারপরও সেখানে ওই যুবক কেন বা কিভাবে গেল আমরা জানি না। আমরা খবর পাওয়ার পরই ডুবুরি দলকে খবর দিই। বেলা ১ টার দিকে তাকে মৃত উদ্ধার করা হয়েছে বলে জেনেছি।’

ঝর্ণাটিতে আগেও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একাধিক ব্যক্তি ডুবে মারা গিয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে যাতায়াত নিষিদ্ধ করে। গত কয়েক দিনের বৃষ্টিতে ঝর্ণাটি কানায় কানায় পূর্ণ হয়ে আছে। তাছাড়া পাহাড়ি পথ হওয়ায় সেটিও মারাত্মক বিপদজনক হয়ে আছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply