৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

|

Sri Lankan wicketkeeper Niroshan Dickwella (R) celebrates with his teammate after the dismissal of Bangladeshi cricketer Tamim Iqbal (L) during the fourth day of the first cricket Test between Bangladesh and Sri Lanka at Zahur Ahmed Chowdhury Stadium in Chittagong on February 3, 2018. / AFP PHOTO / MUNIR UZ ZAMAN (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)

রাজ্জাক-তাইজুলের ঘূর্ণিতে শ্রীলংকাকে ২২২ রানেই গুটিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে তার ছিটেফোঁটাও পাওয়া যাচ্ছে না। ১২ রান তুলতে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিকরা। অল্প সময়ের ব্যবধানে ফিরে গেছেন তামিম ইকবাল, মুমিনুল হক ও মুশফিকুর রহিম।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সূচনাটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। শুরুতেই সুরঙ্গা লাকমলের কট অ্যান্ড বোল্ড হয়ে ফেরেন তামিম ইকবাল। এরপর আস্থার প্রতিদান দিতে পারেননি গত টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরিয়ান মুমিনুল হক। দৃষ্টিকটুভাবে রানআউট হয়ে ফেরেন তিনি। তামিম ৪ করলেও রানের খাতা খুলতেই পারেননি পয়েট অব ডায়নামো। পরে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার মাশুল দিয়ে লাকমলের করা বল ছাড়তে গিয়ে বোল্ড হয়ে ফেরেন মুশফিক।

শেষ খবর পর্যন্ত দলীয় স্কোর বোর্ডে ২৪ রান তুলেছে বাংলাদেশ। ইমরুল কায়েস ১২ ও লিটন দাস ৬ রান নিয়ে ব্যাট করছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply