করোনায় মারা গেলেন সেই ম্যাজিস্ট্রেট

|

করোনাভাইরাসে প্রাণ হারালেন ভারতের বিভিন্ন রাজ্যের লকডাউনে আটকে পড়া শ্রমিকদের বাড়ি পৌঁছে দিয়ে প্রশংসা কুড়ানো সেই ম্যাজিস্ট্রেট। দেবদত্তা রায় (৩৮) পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগরের মহকুমা দফতরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

সোমবার সকালে হুগলির শ্রীরামপুর শ্রমজীবী কোভিড হাসপাতালে মারা যান তিনি। তার বাড়ি কলকাতার দমদমের মতিঝিল এলাকায়। লকডাউনের সময় ডানকুনি রেলস্টেশনে যেসব পরিযায়ী শ্রমিক নেমেছিলেন, তাদের বাড়ি পৌঁছে দেয়ার দায়িত্ব নিয়েছিলেন তিনি।

আনন্দবাজার পত্রিকা জানায়, চার বছরের সন্তানকে দেখভালের জন্য গত ১ জুলাই থেকে ছুটিতে ছিলেন দেবদত্তা। এরমধ্যে তার করোনা উপসর্গ দেখা দেয়। ব্যারাকপুরের বিএন বসু মেমোরিয়াল হাসপাতালে নমুনা সংগ্রহ করে পাঠালে গত বৃহস্পতিবার তার করোনা পজেটিভ আসে। এরপর থেকে স্বাস্থ্য দফতরের পরামর্শে উত্তর ২৪ পরগনা জেলায় নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। রবিবার শ্বাসকষ্ট বেড়ে গেলে শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয় দেবদত্তাকে। সেখানেই মারা যান তিনি।

দেবদত্তার মৃত্যুতে শোকপ্রকাশ করে তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply