কোপা দেল রে’র ফাইনালে বার্সা

|

সেমিফাইনালের ২য় লেগে ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বার্সেলোনা। কাতালানদের হয়ে এই ম্যাচে নিজের অভিষেক গোল করেছেন কুটিনহো। রেকর্ড ৪০ বারের ফাইনালে তাদের প্রতিপক্ষ সেভিয়া।

ভ্যালেন্সিয়ার মাঠে ১ম লেগের ১-০ গোলে এগিয়ে থেকে মাঠে নামা কাতালানরা শুরু থেকেই ছিলো দারুণ ছন্দে। তবে ১৪ মিনিটে হোসে গায়ার ক্রসে রদ্রিগোর হেড ক্রস বারে আটকে গেলে হাফ ছেড়ে বাঁচে বার্সা। ডেডলক ভাঙ্গতে অবশ্য ম্যাচের দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয় রেকর্ড ২৯ বারের কোপা দেল রে চ্যাম্পিয়নদের। বদলি হিসেবে নেমে ৪৯ মিনিটে সুয়ারেজের ক্রস থেকে বার্সেলোনার খাতায় নিজের প্রথম গোলের নাম লেখান ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপো কুটিনহো। এরপর ভ্যালেন্সিয়ার ম্যাচে ফেরার সহজ সুযোগ ভেস্তে দেন কাতালান গোলরক্ষক সিলেসেন। ৭৪ মিনিটে তাকে ছোট বক্সে একা পেয়েও জাল খুঁজে পাননি ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার হোসে গায়া। তবে ৮২ মিনিটে পাল্টা আক্রমনে দলের জয় নিশ্চিত করেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিটিচ।

যমুনা অনলাইন: এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply