ভ্লাদিমির পুতিনের পদত্যাগের দাবিতে উত্তাল মস্কো

|

ভ্লাদিমির পুতিনের পদত্যাগের দাবিতে উত্তাল মস্কো

ভ্লাদিমির পুতিনের পদত্যাগের দাবিতে উত্তাল রাশিয়ার রাজধানী মস্কো। বুধবার, বিক্ষোভ চলাকালে আটক হন কমপক্ষে দেড়শো আন্দোলনকারী।

সংবিধান সংস্কারের বিরূদ্ধে রাজপথে নামেন হাজারের মতো বিক্ষোভকারী। এ সময় তারা নতুন সংবিধান বাতিল এবং পুতিনের পদত্যাগ দাবি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলোপাতাড়ি লাঠিচার্জ এবং ধরপাকড় শুরু করে নিরাপত্তা বাহিনী।

চলতি মাসেই, রাশিয়ার সংবিধান সংস্কারে হয় ভোটাভুটি। যাতে আরও দুই মেয়াদে প্রেসিডেন্ট পদে থাকার অধিকার পান ভ্লাদিমির পুতিন। এরফলে, টানা আরও ১৬ বছর ক্ষমতায় থাকতে পারছেন তিনি।

এ সিদ্ধান্তের প্রতিবাদ করায়, গেলো সপ্তাহেই দুই মানবাধিকারকর্মী গ্রেফতার হন। তল্লাশি চালানো হয় আরও কয়েকজনের বাড়িতে। গেলো ২০ বছর ধরে, রাষ্ট্র ও সরকারপ্রধান হিসেবে রাশিয়ার শাসনে রয়েছেন ভ্লাদিমির পুতিন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply