রংপুরে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার

|

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

প্রথমে অটো বিক্রি করে নগদ আয়, পরে সেই অটো রাস্তায় আটকিয়ে ক্রয়কারীকে জিম্মি করে অর্থ হাতিয়ে নেয়া চক্রের সদস্যদের পাকড়াও করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। উদ্ধার করা হয়েছে অটো, মোটরসাইকেল, টাকা ও কয়েকটি মোবাইল।

শুক্রবার বেলা সাড়ে ৩টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় এক প্রেস ব্রিফিংয়ে এই চক্রের বিষয়ে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার কাজী মুত্তাবি ইবনু মিনান। তিনি বলেন, দীর্ঘদিন থেকে একটি চক্র নগরীতে অটোরিকশা বিক্রয় ও ছিনতাই করে আসছিল।

নগরীর কুকুরুল ব্রিজের কাছে বৃহস্পতিবার রাতে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তির কাছে ৮৫ হাজার টাকায় একটি অটো বিক্রি করে তারা। ওই ব্যবসায়ী অটো নিয়ে যাওয়ার সময় তারা তাকে জিম্মি করে দুই লাখ টাকা দাবি করে। তারপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে চক্রের প্রধান বিপ্লব মোহন্ত, জাহিদ হাসান, হৃদয় বাবু, সুরুজ, আল আমিন ও মজনু মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

এ সময় অটো, একটি মোটরসাইকেল, কয়েকটি মোবাইলও উদ্ধার করা হয়। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

ইউএইস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply