নারায়ণগঞ্জের চারপাশের নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

|

স্টাফ করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ:

ঢাকা ও নারায়ণগঞ্জের চারপাশের নদীর পানি প্রতিদিনই বাড়ছে। মেঘনা, শীতলক্ষ্যা, ধলেম্বরী ও বুড়িগঙ্গা নদীর পানি বেড়ে নিন্মাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

তাদের দাবি, প্রতিদিনই শীতলক্ষ্যা ও মেঘনা নদীর পানি জোয়ারের সময় তিন থেকে চার ইঞ্চি বেড়ে যাচ্ছে। তবে ভাটার সময় আবার কমছে এক থেকে দুই ইঞ্চি। সেই হিসেবে জোয়ারে পানি যে পরিমাণ বাড়ছে ভাটায় তার চেয়ে দুই ইঞ্চি পানি কম কমছে। এতে করে নারায়ণগঞ্জে বন্যা হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে নগরীর রাস্তাঘাট বাড়ি ঘর উঁচু হওয়ার কারণে এখনো বাড়ি ঘরে পানি প্রবেশ করার সুযোগ নেই বলে জানায় স্থানীয়রা।

এদিকে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে অতিপ্রবল বৃষ্টি ও জোয়ারের পানিতে প্রতিদিনই বন্যার পানি বাড়ছে। এরই মধ্যে দেশের ২৩টি জেলায় বন্যা চলছে। তবে সেই পানি যদি ঢাকা নারায়ণগঞ্জ অঞ্চলের নদী দিয়ে প্রবাহিত হয় তবে নারায়ণগঞ্জ ও তার আশেপাশের এলাকায় নিন্মাঞ্চল প্লাবিত হতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply