ফাহিমের হত্যাকারী সন্দেহে একজন আটক

|

রাইড শেয়ারিং অ্যাপস পাঠাওয়ের অন্যতম উদ্যোক্তা ফাহিম সালেহ’র হত্যাকারী সন্দেহে এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে নিউইয়র্ক পুলিশ। বৃহস্পতিবার এ তথ্য জানায় মার্কিন গণমাধ্যমগুলো।

আটক ব্যক্তির নাম ও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ। তাদের দাবি, গ্রেফতার এড়াতেই মানসিক অসুস্থতার নাটক করছে। কঠোর নজরদারিতে হাসপাতালে চিকিৎসার পাশাপাশি চলছে তথ্য সংগ্রহের চেষ্টা।

পুলিশের সন্দেহ- ব্যবসায়িক কারণেই ৩৩ বছরের তরুণ উদ্যোক্তা খুন হয়েছেন। মঙ্গলবার, ম্যানহাটনে নিজ ফ্ল্যাট থেকে ফাহিমের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কালো পোশাক ও মাস্ক পরিহিত একজন তাকে অনুসরণ করে অ্যাপার্টমেন্টে ঢোকে।

পুলিশের দাবি, ইলেকট্রিক গান দিয়ে অজ্ঞান করার পর বৈদ্যুতিক করাত দিয়ে ছিন্নবিচ্ছিন্ন করা হয় ফাহিমের দেহ। উল্লেখ্য, নাইজেরিয়া ও কলম্বিয়ায় দু’টি রাইড শেয়ারিং অ্যাপ কোম্পানির মালিক ছিলেন ফাহিম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply