কম সুদে টাকার যোগান বাড়ানোর পরামর্শ বাংলাদেশ ব্যাংকের

|

অর্থনীতিতে প্রতিনিয়ত কঠিন হচ্ছে করোনার ধাক্কা। শিল্পের উৎপাদন নিম্নমুখী। প্রবৃদ্ধি নেই রফতানি আয় ও আমদানি ব্যয়ে। তাই ব্যাংক থেকে কম সুদে টাকার যোগান বাড়ানোর পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার তাদের ত্রৈমাসিক প্রতিবেদনে এসব মন্তব্য উঠে আসে।

এতে বলা হয়, করোনার প্রভাবে পণ্যের সরবরাহ ব্যবস্থা ভেঙে মূল্যস্ফীতি সামান্য বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে খাদ্য বহির্ভূত পণ্যের দাম। এদিকে, বাজারে কমে গেছে টাকার চাহিদা। তবে তা ১৩ শতাংশ প্রবাহ বাড়ানোর লক্ষ্যে খুব একটা প্রভাব ফেলেনি। কেননা ঋণের চাহিদা বাড়ায় সরকারি ব্যয়ের গতি এখনো স্বাভাবিক। ব্যাংক থেকে আগের চেয়ে ৪৬ শতাংশ বেশি ধার নিয়েছে সরকার।

বাংলাদেশ ব্যাংকের আশঙ্কা, দেশের অর্থনীতিতে মহামারির ধাক্কা কাটিয়ে উঠতে সময় লাগবে। এ জন্য ব্যবসায়ীদের প্রণোদনা দ্রুত সরবরাহ করতে হবে। পাশাপাশি, বিশ্ব অর্থনীতিতে বড় মন্দা হলে সে ধাক্কা লাগবে বাংলাদেশেও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply