যানজট-যানবাহন সংকটে দিশেহারা নগরবাসী

|

Dhaka, Bangladesh. 25th July 2012 -- Commuters are forced to walk on roads as illegally parked vehicles block up several lanes on the street. -- One of the main reasons behind the traffic jams in Dhaka is the haphazard parking of vehicles.

রাজধানীতে যানজট চরমে গিয়ে পৌঁছেছে। দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী। গত কয়েকদিনের অসহনীয় যানজটে অসহায় পথচারীরাও।

কর্মদিবস কিংবা ছুটিরদিন-যাই হোক, সবসময়ই যানজটে নাকাল হতে হচ্ছে রাজধানীতে চলাচলা করা যাত্রীদের। ১০ মিনিটের সড়ক পাড়ি দিতে এক ঘন্টা লেগে যাচ্ছে।

যানজটের সাথেই আবার রয়েছে গণপরিবহন সংকটও। জটের কারণে বেশ কয়েকটি রুটে গাড়ির সংখ্যা কমিয়ে এনেছে মালিকরা। এতেই সংকটের সৃষ্টি। বিভিন্ন পয়েন্টে প্রতিদিন হাজারো যাত্রী গাড়ির অপেক্ষা দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

জট আর পরিবহন সংকটের সাথে রাস্তায় খোঁড়াখুঁড়ি যোগ করেছে বাড়তি বিড়ম্বনা। অনেকে চাইলেও ফুটপাত দিয়ে হেঁটে অফিসে যেতে পারছেন না এসব খোঁড়াখুঁড়ির কারণে।

গণমাধ্যমে দুর্ভোগের কথা বলতে এসে অনেকেই আক্ষেপ করে বলেন, এইসব বলে কী লাভ? এমন দুর্ভোগ থেকে রক্ষা করার জন্য নগরীর মেয়র কিম্বা দেশের সরকার- কেউ নেই।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply