পটুয়াখালী শহরে গাছ রোপন করছে অক্সিজেন ফেরিওয়ালা

|

জাকারিয়া হৃদয়, পটুয়াখালী
“এসো গাছ লাগাই শহর সাজাই, কৃষ্ণচূড়ায় পটুয়াখালী” এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে একদল যুবকেরা গত কয়েক বছর ধরে শহরের বিভিন্ন স্থানে গাছ লাগিয়ে যাচ্ছে। যারা এলাকায় অক্সিজেনের ফেরিওয়ালা হিসাবে পরিচিত। প্রতিবছরের ন্যায় এবছরও এ সকল উদ্যমী যুবকেরা নিজ খরচে শহরের সোনালী ব্যাংক মোড় থেকে জেলগেট পর্যন্ত রাস্তার দুইপাশে কৃষ্ণচূড়া গাছ রোপন করেছে। আজ বেলা ১১টায় এই গাছ রোপন করেন তারা।

গাছ লাগিয়ে তা সংরক্ষণের জন্য দুই শ্রমিক নিয়োগও দেয়া হয়েছে। গতবছর এই যুবক দল বকুল গাছ লাগিয়ে ছিল। যা এখন অনেকটা দৃষ্টিনন্দন।

আগামী প্রজন্মের জন্য নির্ভেজাল অক্সিজেন ও সবুজ বাতায়নের লক্ষ্যে ১৯৯৫ সালের এসএসসি ব্যাচের কয়েকজন বন্ধু মিলে এ গাছ রোপন করছেন। পর্যায়ক্রমে পটুয়াখালী শহরকে তারা সবুজে সমারোহ করার প্রত্যয় ব্যক্ত করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply