রাজনৈতিক দলের সাথে সংলাপ শুরু

|

আজ বৃহস্পতিবার থেকে শুরু হলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ। বিকাল ৩টায় প্রথম দল হিসেবে আলোচনা হয় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সঙ্গে।

তালিকায় থাকলেও বন্যায় ত্রাণ কার্যক্রমে ব্যস্ততার কথা জানিয়ে আজ যেতে অপারগতা জানিয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)। ঈদের পর বৈঠকের সময় পুনঃনির্ধারণের আবেদন করেছে দলটি।

গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে শুরু হয় সংলাপ। এরপর গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয় ১৬ ও ১৭ আগস্ট। ধাপে ধাপে এই সংলাপ অক্টোবর পর্যন্ত চলবে।

এরপর প্রাপ্ত সুপারিশগুলো থেকেই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply