ফ্রান্স- হংকংয়ে জনাকীর্ণ ঘরেও মাস্ক বাধ্যতামূলক

|

ফ্রান্স- হংকংয়ে জনাকীর্ণ ঘরেও মাস্ক বাধ্যতামূলক

করোনাভাইরাসের বিস্তাররোধে বাইরে তো বটেই, ঘরেও জনসমাগমের মধ্যে পড়তে হবে মাস্ক। রোববার, এমন ডিক্রি জারি করলো ফ্রান্স ও হংকং।

ফরাসি প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, সোমবার থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত। নীতিমালা ভঙ্গ করলে, গুণতে হবে ১৫৪ ডলার।

গেলো মাসে, লকডাউন শিথিল করার পরই গণপরিবহন, জনসমাবেশ ও অফিস-আদালতে মাস্ক পরিধাণ বাধ্যতামূলক করে ফ্রান্স। করোনাভাইরাস আক্রান্ত হয়ে দেশটিতে মৃত্যুবরণ করেছেন ৩০ হাজারের বেশি মানুষ, সংক্রমিত এক লাখ ৭৫ হাজার।

রোববারই একইরকম পদক্ষেপ গ্রহণ করেছে হংকং। কারণ, গেলো ২৪ ঘণ্টায় সেখানে সর্বোচ্চ ১০৮ জন রোগী শনাক্ত হয়েছে। যাদের বেশিরভাগই স্থানীয়ভাবে সংক্রমণের শিকার। ওয়ার্ক ফ্রম হোম এবং অনলাইনে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণেরও ঘোষণা দেন প্রধান নির্বাহী ক্যারি লাম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply