খালি চোখে দেখা যাবে একসারিতে ৫ গ্রহ!

|

এবার খালি চোখে দেখা যাকে মহাকাশের পাঁচগ্রহ। চাঁদের পাশে এক সারিতে দেখা যাবে এই গ্রহগুলোকে। এজন্য সুর্যোদয়ের এক ঘণ্টা আগে ঘুম থেকে উঠতে হবে। ১৯ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত খালি চোখে একসঙ্গে দেখা যাবে। আর এবার না দেখতে পেলে অপেক্ষা করতে হবে দুবছর। ২০২২ সালে জুনের শেষদিকে ফের এমনটা দেখা যাবে।

চাঁদের পাশে এক সারিতে পাশাপাশি দেখা যাবে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি- এই পাঁচ গ্রহকে। চাঁদের ঠিক ডানপাশেই দেখা মিলবে বুধ গ্রহের। শুক্রকে দেখা যাবে পূর্ব থেকে উত্তরপূর্বে, মঙ্গল থাকবে দক্ষিণ পূর্বে, জুপিটার ও শনিকে দেখতে পাওয়া যাবে দক্ষিণ পশ্চিমে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply