চীনারা ভারতে ঢুকে বসে আছে, মোদী বলছে ঢুকেনি: রাহুল গান্ধী

|

দেশের মধ্যে চীনারা ঢুকে বসে আছে আর প্রধানমন্ত্রী বলছেন তারা ঢুকেনি। তিনি নিজের ইমেজ হারানোর ভয় পেয়ে গেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমন স্ট্রংম্যান ইমেজই ভারতের সবচেয়ে বড় দুর্বলতা বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

সোমবার সকালে তার টুইটারে একটি ভিডিওতে এমন মন্তব্য করেন রাহুল। খবর ভারতীয় গণমাধ্যম এই সময়’র।

ভিডিওতে রাহুল বলেন, ক্ষমতায় আসতে একটা নকল স্ট্রংম্যান ইমেজ তৈরি করেছেন মোদী। এই ইমেজ মোদীর ব্যক্তিগত শক্তি হলেও ভারতের জন্য এটি বড় দুর্বলতা। কেন্দ্রীয় সরকার যে আচরণ করছে তার জন্য বড় মূল্য দিতে হবে ভারতকে।

রাহুল আরও বলেন, চীন গোটা বিশ্বকে নিজের মতো করে সাজাতে চাইছে। তারা পূর্বপরিকল্পনা ছাড়া কিছু করে না। গলওয়ান, ডেমচক, প্যাংগং সব জায়গাতেই তারা তাদের মতো করে পরিকল্পনা সাজিয়েছে। আমরা হাইওয়ে বানালেই তারা আপত্তি করে। বড় কোন পরিকল্পনা করলে পাকিস্তানের সাথে মিলে কাশ্মিরে অশান্তি তৈরি করে।

চীন মোদীকে বাধ্য করছে তার কথা মেনে নিতে। তা না হলে বর্ডার ইস্যু তুলে মোদীর স্ট্রংম্যান ইমেজে আক্রমণ করছে। যাতে দেশবাসীর কাছে তার এই ইমেজ ক্ষতিগ্রস্থ হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply