সপ্তাহে দুই দিন পুরোপুরি বন্ধ থাকবে পশ্চিমবঙ্গ

|

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে কমিউনিটি ট্রান্সমিশন (গোষ্ঠী সংক্রমণ) শুরু হওয়ায় এখন থেকে সপ্তাহে দু’দিন রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। খবর এনডিটিভির।

খবরে বলা হয়, সোমবার স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এ লকডাউনের ঘোষণা দেন। তিনি জানান, চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার লকডাউন। পরের সপ্তাহে বুধবার লকডাউন। এর পরে দ্বিতীয় দিন ঘোষণা হবে।

এনডিটিভি জানায়, প্রশাসনিক কার্যালয় নবান্নে স্বরাষ্ট্র সচিব বলেছেন, রাজ্যের বিশেষজ্ঞ কমিটি, চিকিৎসক মহলের সঙ্গে কথা বলে জানা গেছে রাজ্যের কিছু জায়গায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। এই প্রকোপ কমাতে সপ্তাহে দু’দিন করে লকডাউন চলবে। চলতি সপ্তাহে বৃহস্পতিবার আর শনিবার লকডাউন। পরের সপ্তাহে বুধবার লকডাউন। সেই সপ্তাহের দ্বিতীয় দিন পরে ঘোষণা করা হবে।

স্বরাষ্ট্র সচিব বলেন, আগামী সপ্তাহে সোমবার পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব। স্বরাষ্ট্র সচিবের দাবি, কোভিড হাসপাতাল ও সেফ হোমের সংখ্যা বেড়েছে। উপসর্গহীন হলে হোম আইসোলেশন ও সেফ হোমে রাখা হবে।

ইউএইস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply