যুক্তরাষ্ট্রে চীনা কনস্যুলেট বন্ধ ঘোষণা, এরপরই রহস্যজনক ধোঁয়ার ‍কুণ্ডলি

|

চীনের স্বায়ত্বশাসিত অঞ্চল হংকংকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক উত্তেজনার জেরে এআর যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের চীনা কনস্যুলেট বন্ধের আদেশ দিয়েছে মার্কিন প্রশাসন। খবর নিউইউর্ক টাইমস’র।

এমন বিবৃতির পরে হিউস্টনে চীনা কনস্যুলেট ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা গেছে। ধারণা করা হচ্ছে অফিস বন্ধ করার আগে চীনা কর্মকর্তারা তাদের নথিপত্র হয়ত পুড়িয়ে ফেলছেন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আমেরিকার মেধাস্বত্ব রক্ষার জন্য এ আদেশ দেওয়া হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে কনস্যুলেট বন্ধ করতে হবে চীনকে।

এদিকে, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। তার এটিকে ‘অপ্রত্যাশিত কট্টর’ অবস্থান বলে মনে করছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, এটি আপত্তিজনক ও অবিচার।

==

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছে, চীন করোনাভাইরাস টিকা গবেষণায় হ্যাকিং করার চেষ্টা করেছে। দু’জন চীনা নাগরিককে এই হ্যাকিংয়ে জড়িত থাকার জন্য অভিযুক্ত করা হয়েছে। তারা এসব তথ্য চুরির জন্য রাষ্ট্রীয় এজেন্টদের সহায়তা পেয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply