বগুড়ায় ৯৩ বস্তা সরকারি চালসহ আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক

|

বগুড়া ব্যুরো:

বগুড়ায় ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে বিতরণ করা ৯৩ বস্তা সরকারি চালসহ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে ধুনট উপজেলার শহরাবাড়ি ঘাট এলাকা থেকে চালসহ ওই দুজনকে আটক করা হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, মঙ্গলবার ঈদুল আজহা উপলক্ষে পাশের সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। পরে ওই চালগুলো ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজনু মণ্ডল কালোবাজারে কিনে নিয়ে বিক্রি করেন ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন যুবলীগের অর্থ সম্পাদক আল আমিনের কাছে।

তিনি বলেন, আল আমিন চালগুলো ট্রলারে করে বুধবার রাতে সারিয়াকান্দি থেকে ধুনটের শহরাবাড়ি ঘাটে পৌঁছালে পুলিশ ৯৩ বস্তায় ৩ হাজার ২৬৫ কেজি চালসহ তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সারিয়াকান্দি থেকে আটক করা হয় আওয়ামী লীগ নেতা মজনু মণ্ডলকে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান এই কর্মকর্তা।

ইউএইস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply