চট্টগ্রামে ভেজাল মৎস্য খাদ্য উৎপাদন কারখানা সিলগালা, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

|

চট্টগ্রামের চাক্তাই এলাকায় ভেজাল মৎস্য খাদ্য উৎপাদন কারখানা সিলগালা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকান মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়।

শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় চট্টগ্রামের চাক্তাই এলাকায় অবস্থিত সিএফসি ফিস ফুড নামের একটি মৎস্য কারখানায় অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, কারখানার নাম সিএফসি ফিস ফুড হলেও কারখানার মালিক মৎস্য খাদ্য উৎপাদন করে নামি দামি কিছু কোম্পানির নাম সর্বস্ব বস্তা দিয়ে তার নিজস্ব খাদ্য বাজারজাত করে আসছে। সেই সাথে সিএফসি ফুড মৎস্য খাদ্য উৎপাদন করতে মৎস্য অধিদফতরের থেকে লাইসেন্স নেয়নি এবং পরিবেশ অধিদফতরের ছাড়পত্রও নেয়নি।

এর পাশাপাশি নগরীর বহদ্দারহাট বাজারে চিংড়িতে জেলি পুশ করার কারণে দুই মাছ ব্যবসায়ীকে ৩০০০ টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ চিংড়ি মাছ ও আফ্রিকান মাগুর মাছ জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানে জেলা মৎস্য দফতরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ইউএইস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply