মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে: সিআইডি

|

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় যাদেরই নাম আসবে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে সিআইডি’র দুটি টিম। দুপুরে মালিবাগে সিআইডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে বিশেষ পুলিশ সুপার আশরাফুল আলম জানান, প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের কোনো কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি।

ব্রিফিংয়ে জানানো হয়, যাদের রিমান্ডে নেয়া হয়েছে তারা অনেকের তথ্য দিয়েছে। সেই নামগুলো প্রাথমিকভাবে যাচাই-বাছাই চলছে।

ফাঁস হওয়া প্রশ্নে ভর্তি হওয়া অর্ধশতাধিক মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থী খোঁজে মাঠে নেমেছে তদন্ত সংস্থার একাধিক টিম।

এর আগে, ২০১৭ ও ১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ৬৪ জনকে গ্রেফতার করেছিলো সিআইডি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply