নদীতে চলছে ইঞ্জিন চালিত কলা গাছের ভেলা!

|

স্টাফ রিপোর্টার:

নাটোরের নলডাঙ্গায় শ্যালো ইঞ্জিন চালিত কলা গাছের ভেলা তৈরি করে সাড়া ফেলেছে সেন্টু মিয়া ও রুস্তম আলী নামে দুই যুবক। উপজেলার হলুদঘর এলাকার দুই যুবক বারনই নদী দিয়ে প্রায়ই নিজেদের আবিষ্কৃত নৌযান নিয়ে দ্রুত গতিতে এদিক-ওদিক ঘুরে বেড়ায়।

এদিকে, অভিনব এই নৌযান চলতে দেখে উল্লাস প্রকাশ করছেন স্থানীয়রা। কেউ কেউ এটার নাম দিয়েছেন ডিজিটাল কলা গাছের ভেলা।

সেন্টু ও রুস্তম জানান, শ্যালো মেশিন দিয়ে নৌকা চলে। এই ভাবনা থেকে তাদের মাথায় আসে একইভাবে ইঞ্জিন চালিত কলার গাছের ভেলা তৈরির পরিকল্পনা। পরে কলা গাছের ভেলা তৈরি করে সেটার সাথে সেচ কাজে ব্যবহৃত শ্যালো মেশিন সংযুক্ত করে এই বিশেষ নৌযান তারা তৈরি করেন।

ভবিষ্যতে আরও বড় আকারের ইঞ্জিন চালিত কলা গাছের ভেলা তৈরি করার পরিকল্পনা তাদের রয়েছে বলেও জানান তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply