লেবাননের আকাশে ইসরাইলি ড্রোন বিধ্বস্ত

|

লেবাননে গোয়েন্দা তৎপরতা চালাতে গিয়ে ইসরাইলের একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। লেবাননের দক্ষিণ সীমান্তে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে বলে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে। খবর আলজাজিরার।

খবরে বলা হয়, ইসরাইলি বাহিনীর দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে রোববার এটি লেবাননের ভূখণ্ডে বিধ্বস্ত হয়। তবে এ থেকে কোনো ধরনের তথ্য ফাঁস হয়নি বলেও ইহুদিবাদী দেশটির দাবি। দ্য হারেৎসসহ ইসরাইলের গণমাধ্যম দাবি করেছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে।

এদিকে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, ইসরাইলের কয়েকটি ড্রোন দেশটির দক্ষিণ অংশে প্রবেশ করেছে এবং দুদিনে অন্তত ২৯ বার আকাশসীমা লঙ্ঘন করেছে।

ইসরাইল বলছে, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর পক্ষ থেকে হুমকি বেড়ে যাওয়ার কারণে উত্তর সীমান্তে তারা সেনা মোতায়েন জোরদার করেছে। এরপর লেবাননের আকাশসীমায় ইসরাইলি ড্রোনের দফায় দফায় অনুপ্রবেশের খবর বের হলো।

ইউএইস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply