ফরিদপুর শহর রক্ষা বাঁধে আবারো ধ্স, ভেঙ্গে গেছে ৪৫ মিটার

|

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সাদীপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ফের ভাঙন দেখা দিয়েছে। সোমবার বিকালে বাঁধের ৪৫ মিটার অংশ ধসে গেছে। এর আগে ওই স্থানে গত শনিবার ৮০ মিটার জায়গা ধসে পানি ঢুকে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছিল।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, ভাঙনের ওই অংশের উজানের দিকে পানি চুয়াতে থাকে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙন ঠেকাতে বালি বস্তা ফেলা হলেও বিকেল চারটার দিকে
হঠাৎ করেই ফাটল ধরে তা বড় হতে থাকে। এক পর্যায়ে বাঁধের ৪৫ মিটার অংশ ধসে পড়ে। এতে ওই এলাকায় নতুন করে পানি ঢুকতে শুরু করে।

জেলা প্রশাসক আরও জানান, যারা বাঁধের উঁচু স্থানে আশ্রয় নিয়েছে এবং ভাঙনের হুমকিতে যারা আছে তাদের সকলকে ফরিদপুর বায়তুল আমান এলাকার রাজেন্দ্র কলেজের অনার্স শাখায় খোলা আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, পানি চুয়ানোর খবর পেয়ে আমরা বালির বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করেছিলাম। কিন্তু পারলাম না। পানি চাপ কমলে বাঁধ মেরামতের কাজ শুরু করা হবে।

ইউএইস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply