১২ দিন পর ৬০ হাজারের কম করোনা রোগী শনাক্ত যুক্তরাষ্ট্রে

|

১২ দিন পর ৬০ হাজারের কম শনাক্ত যুক্তরাষ্ট্রে

২৪ ঘণ্টা হিসেবে টানা ১২ দিন পর ৬০ হাজারের কম করোনারোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৫৭ হাজার ৩৯ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ লাখ ৮৬ হাজার ৬৬৩ জনে, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-চতুর্থাংশ।

এছাড়া আক্রান্তদের মধ্যে নতুন করে মৃত্যু হয়েছে আরও ৬৭৯ জনের। তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৪৪ লাখ ৩৩ হাজার ছাড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা ১ লাখ ৫০ হাজারের বেশি। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ২১ লাখ ৩৬ হাজার। ‘অ্যাকটিভ’ করোনারোগী আছে ২১ লাখ ৪৬ হাজার।

এদিকে আক্রান্ত-মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। ২৪ লাখ ৪৩ হাজার আক্রান্ত, মৃত্যু ৮৭ হাজার।

ভারত আক্রান্তের তালিকায় তৃতীয়স্থানে ১৪ লাখ ৮২ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর তালিকায় আছে ষষ্ঠস্থানে ৩৩ হাজার ৪৪৮ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply