যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে হারিকেন ডগলাস

|

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে হারিকেন ডগলাস

হারিকেন ‘হানা’র পর সোমবার যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে হারিকেন ডগলাস। তবে মূল ভূখন্ডে প্রবেশের পূর্বেই শক্তি হারায় হারিকেনটি।

স্থানীয় সময় সকাল ১০টায় হাওয়াই দ্বীপের ৩৯ মাইল উত্তরে গতিপথ পরিবর্তন করে ডগলাস। তবে এর প্রভাবে বিশালকার ঢেউ আচড়ে পড়ে দ্বীপপুঞ্জে। এ সময় ঘন্টায় ৭৫ মাইল গতিবেগ ছিলো হারিকেনটির।

এদিকে মহাসাগরে আরও একটি ঝড়ের সৃষ্টি হয়েছে। গঞ্জাল নামের ট্রপিক্যাল সেই ঝড়ের গতিমুখ ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দিকে। এদিকে হারিকেন হানার আঘাতের পর ভারি বৃষ্টিপাতে টেক্সাসে বন্যার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

উত্তর মেক্সিকোতে এরইমধ্যে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে বেশিরভাগ এলাকা। তবে প্রাণহানির কোন খবর পাওয়া যায়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply