নাটোরের সিংড়া ও নলডাঙ্গায় বন্যা পরিস্থিতির আরও অবনতি

|

স্টাফ রিপোর্টার:

নাটোরের সিংড়া ও নলডাঙ্গায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আত্রাই নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৯১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাড়ি ঘর ছেড়ে বন্যার্ত মানুষরা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। এখন পর্যন্ত সিংড়ায় ২৪টি আশ্রয় কেন্দ্রে ৭৪৫টি পরিবার আশ্রয় নিয়েছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।

এদিকে, সিংড়ার আত্রাই নদীর মহেশচন্দ্রপুর এলাকার ভাঙ্গন কবলিত বাঁধ দিয়ে পানি প্রবেশ করার কারণে নতুন করে আরও ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বাঁধটি পরিদর্শন করে দ্রুত মেরামত করার জন্য নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply