পল্লবী থানায় বিস্ফোরণ জঙ্গিদের কাজ না ভাড়াটে সন্ত্রাসীদের: কাউন্টার টেরোরিজম ইউনিট

|

পল্লবী থানায় যে বিস্ফোরণ ঘটেছে তা জঙ্গিদের কাজ না ভাড়াটে সন্ত্রাসীদের এমনটাই জানিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট।

এরআগে বুধবার ভোর রাতের দিকে রাজধানীর মিরপুরের পল্লবী থানায় বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ৪ পুলিশসহ ৫ জন আহত হয়।

আহতদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর একজন পুলিশ সদস্যকে সেখান থেকে চক্ষু হাসপাতালে পাঠানো হয়। দুইজন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া একজন পুলিশ সদস্য এবং একজন সাধারণ নাগরিক বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডিএমপির ডিসি মিডিয়া ওয়ালিদ হোসেন জানিয়েছেন, রাতে পুলিশের অভিযানে তিনজন সন্ত্রাসীকে আটক করে থানায় আনা হয়। তাদের কাছে থাকা ওয়েট মেশিন সদৃশ একটি বস্তুই ভোরের দিকে বিস্ফোরিত হয়। থানার দোতলায় ওসি অপারেশনের রুমে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওসি অপারেশন’সহ চার পুলিশ সদস্য ও একজন সিভিলিয়ান স্টাফ আহত হন। সন্ত্রাসীদের কাছে দুটি অস্ত্রও পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, সম্প্রতি জঙ্গি হামলার আশঙ্কায় দেশজুড়ে পুলিশ সদর দফতরের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছিল। এতে টার্গেট করে পুলিশ সদস্যদের ওপর বা পুলিশের স্থাপনায় হামলা হবে বলে আশঙ্কা করা হয়। এর মধ্যেই গত শুক্রবার পল্টনে একটি বোমা বিস্ফোরিত হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply