কুড়িগ্রামে নিম্নাঞ্চলে পানি, দুর্ভোগে বানভাসি মানুষ

|

কুড়িগ্রামে নিম্নাঞ্চলে পানি, দুর্ভোগে বানভাসি মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে ধরলা নদীর পানি কিছুটা কমলেও ব্রহ্মপুত্রের পানি এখনো বিপৎসীমার ওপরে রয়েছে। ফলে স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না বানভাসি মানুষ।

খাবার, বিশুদ্ধ খাবার পানি, গো-খাদ্যের সংকটে ভুগছেন দুর্গতরা। সরকারিভাবে ত্রাণ বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, এখন পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে ৪১ ও নুনখাওয়া পয়েন্টে ১২ এবং ধরলা নদীর পানি ব্রিজ পয়েন্টে ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে বানভাসি কৃষকরা আমনের বীজতলা নিয়ে বিপাকে রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply