ঈদের ছুটিতে করোনা পরীক্ষার ল্যাব চালু রাখার নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

|

পবিত্র ঈদুল আজহার ছুটিসহ সরকারি যেকোনো ছুটি ও সাপ্তাহিক বন্ধের দিনে দেশের সকল পিসিআর ল্যাবের কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে ঈদের ছুটি, সরকারি যে কোন ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনে দেশের সকল পিসিআর ল্যাবরেটরির কার্যক্রম (নমুনা সংগ্রহ, নমুনা ল্যাবরেটরিতে পাঠানো এবং পরীক্ষার ব্যবস্থা) অব্যাহত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

এদিকে, দেশে করোনা সংক্রমনের হার কমেছে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে ঈদ ও বন্যার কারনে সংক্রমনের হার বাড়তে পারে বলেও আশঙ্কা করেন মন্ত্রী। এজন্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply