ঢাকা ছাড়ছেন হাজারও মানুষ

|

স্বজনদের সাথে ঈদ করতে শেষমুহুর্তেও ঢাকা ছাড়ছেন হাজারও মানুষ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গাবতলীমুখী মানুষের স্রোত চলেছে গভীর রাত পর্যন্ত।

ফলে রাস্তায় তৈরি হয় তীব্র জানযট। এতে হাঁটা ছাড়া মানুষের আর কোন উপায়ই ছিল না। মহামারি করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনা ছিল প্রতি সিটে একজন। কিন্তু গাবতলীর বেশিরভাগ বাসে সে নিয়মের বালাই ছিল না। গায়ে গা লাগিয়ে, এবং দাঁড়িয়েও হয়েছে যাত্রী পরিবহন। কাউন্টারগুলোতেও গাদাগাদি করে যাত্রীরা অপেক্ষমান থাকেন।

গাবতলী থেকে সাভার ও আশুলিয়া থেকে টাঙ্গাইল এসব সড়কে ভোগান্তি ছিল সবচেয়ে বেশি। ঘরমুখো মানুষের সাথে দীর্ঘ যানজট মিশে একাকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply