ঈদের আনন্দ নেই বানভাসিদের মাঝে

|

কুড়িগ্রাম প্রতিনিধি
ঈদের আনন্দ নেই কুড়িগ্রামের বানভাসি মানুষের মাঝে। করোনায় কাজ হারানো এসব মানুষ দীর্ঘ বন্যার সাথে যুদ্ধ করে এখন অসহায়। অনেক পরিবারে জোগার হয়নি সামান্য চিনি সেমাই। কিনতে পারেনি সন্তানদের জন্য নতুন জামা-কাপড়। দেড় মাস ধরে পানির সাথে যুদ্ধ করে বাড়ি ছাড়তে হয়েছে কয়েক দফা। আশ্রয় নিতে হয়েছে উচু রাস্তা বা আশ্রয় কেন্দ্র। এখনো খেয়ে না খেয়ে মানবেতর ভাবে দিন পার করছে এসব মানুষ ।

এদিকে উজানের বৃষ্টিপাতে আবারও বাড়তে শুরু করেছে নদ-নদীর পানি। গেল ২৪ ঘণ্টায় ধরলায় ১২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎ সীমার ৪৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ব্রহ্মপুত্রের চিলমারী পয়েন্টে ১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎ সীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, নুনখাওয়া পয়েন্টে ১৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ছুয়েছে আবার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply