বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ হাজার ৪শ’ মানুষের মৃত্যু

|

বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ৬ লাখ ৬২ হাজারের বেশি

২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৪শ’ মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুন প্রায় আড়াই লাখ সংক্রমণ শনাক্তে, বিশ্বজুড়ে কোভিড নাইনটিনে আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১ কোটি ৮০ লাখ। মোট প্রাণহানি ৬ লাখ ৮৮ হাজার। শুক্রবার দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র।

মারা গেছেন প্রায় ১১শ’ মানুষ। দেশটি মোট প্রাণহানি ১ লাখ ৫৮ হাজারের মতো। ৬০ হাজার নতুন সংক্রমণ শনাক্তে, আক্রান্ত ৪৭ লাখ ৬৪ হাজার।

একদিনে আরও ১ হাজার মৃত্যু দেখেছে ব্রাজিল; দেশটিতে মৃতের সংখ্যা সাড়ে ৯৩ হাজারের বেশি। আক্রান্ত ২৭ লাখের বেশি। মেক্সিকোতে প্রাণহানি ৪৮ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত সোয়া ৪ লাখ। সাড়ে ৮শ’র বেশি প্রাণহানি রেকর্ডে, মৃত্যু সাড়ে ৩৭ হাজার। ৫৫ হাজার সংক্রমণ শনাক্তের পর, দেশটিতে মোট আক্রান্ত সাড়ে ১৭ লাখের বেশি।

এদিন সোয়া ২শ’ করে মৃত্যু রেকর্ড করেছে কলম্বিয়া-ইরান। বিশ্বের বেশিরভাগ মানুষ স্বাস্থ্যবিধি নিয়ে সচেতন না হওয়ায় করোনা মহামারির প্রভাব থেকে যাবে আরও কয়েক দশক, বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply