প্রধান সড়কে বর্জ্য নেই, অলি-গলিতে কাজ চলছে

|

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জবাই করা পশুর বর্জ্য অপসারণের কাজ শুরু করেছ ঢাকার দুই সিটি করপোরেশন। এ কাজে যুক্ত রয়েছেন প্রায় সাড়ে ১৭ হাজার কর্মী। ইতোমধ্যে প্রধান সড়কগুলোয় থাকা কোরবানির পশুর অধিকাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। আজ দুপুরের মধ্যে পুরো নগরীর কোরবানির বর্জ্য পরিস্কার হয়ে যাবে বলে জানিয়েছে দুই সিটি করপোরেশন।

এখন নগরীর অলি-গলিতে অল্প পরিসরে যেসব বর্জ্য আছে সেগুলো পরিস্কার করা হচ্ছে। ব্লিচিং পাউডার ও তরল জীবানুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করা হচ্ছে অপরিচ্ছন্ন জায়গাগুলো। ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ হবে বলে প্রত্যাশা মেয়রদের। এদিকে আজ দুপুরে নগর পরিদর্শনে বের হবেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

এছাড়া মাঠপর্যায়ে ডিএনসিসির নিজস্ব, আউটসোর্সিং এবং প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার কর্মীসহ ১১ হাজার ৫০৮ জন পরিচ্ছন্নতা কর্মী মাঠে থাকার কথা জানা গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply