পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুতে তদন্ত কমিটি পুনর্গঠন

|

মেজর অব. সিনহা রাশেদ

পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা রাশেদ খান নিহতের ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়েছে।

একইসাথে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমানকে আহ্বায়ক রেখে পুনর্গঠিত এই তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

পুনর্গঠিত এই কমিটিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি হিসেবে ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজারের এরিয়া কমান্ডার মনোনীত সশস্ত্র বাহিনী বিভাগের একজন প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন।

এছাড়াও এই কমিটিতে সদস্য হিসেবে থাকবেন চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শকের মনোনীত একজন প্রতিনিধি ও কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলি।

উল্লেখ্য, শুক্রবার রাতে মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্ট থেকে পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে সোমবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষেই প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply