সেনা কর্মকর্তা নিহত: নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের আশ্বাস

|

মেজর অব. সিনহা রাশেদ

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ রোডে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ নিহত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান জানান, এই ঘটনার একটি নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত করা হবে। সাত দিনের মধ্যে প্রতিবেদন দেবে এ কমিটি।

পুলিশ বিভাগের পক্ষ থেকে এই কমিটিতে সদস্য হিসেবে আছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকির হোসেন। এছাড়া সদস্য হিসেবে আছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

শুক্রবার মেরিন ড্রাইভের চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এদিকে সাবেক সেনা কর্মকর্তা নিহত হওয়ার পর মেরিন ড্রাইভ সড়কের সেই পুলিশ চেক পোষ্টটি উন্মুক্ত অবস্থায় দেখা গেছে। এসময় কোন পুলিশ সদস্যকে চেকপোস্টে দেখা যায় নি। ফলে যানবাহনগুলো অবাধে যাতায়াত করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply